logo ২১ এপ্রিল ২০২৫
কাশিয়ানী থানার ওসি মনিরকে প্রত্যাহারের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ এপ্রিল, ২০১৬ ১৯:৩০:৪৮
image



ঢাকা: ইউনিয়ন পরিষদ নির্বাচনে পক্ষপাত ও প্রার্থীদের হয়রানির অভিযোগে গোপালগঞ্জের কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার পুলিশের মহা-পরিদর্শককে (আইজিপি) দেয়া নির্বাচন কমিশনের উপসচিব শামসুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশ দেয়া হয়। চিঠির অনুলিপি দেয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে। এছাড়া ঢাকা রেঞ্জের ডিআইজি, গোপালগঞ্জের জেলা প্রশাসক, ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, গোপালগঞ্জের পুলিশ সুপার, গোপালগঞ্জের জেলা নির্বাচন কর্মকর্তাসহ কাশিয়ানি উপজেলার নির্বাহী কর্মকর্তাকে দেয়া হয়েছে। 



মনিরুল ইসলামের জায়গায় একজন উপযুক্ত কর্মকর্তাকে পদায়নের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এই নির্দেশ বাস্তবায়নের বিষয়টি নির্বাচন কমিশন সচিবালয়কে জানানোর কথাও বলা হয়েছে ওই চিঠিতে।






আগামী ২৩ এপ্রিল কাশিয়ানীতে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে ভোট হবে।



নির্বাচন কমিশন সূত্র জানায়, ওসি মনিরুল ইসলামের বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীদের হয়রানির ব্যাপক অভিযোগ আছে। নির্বাচনী প্রচারণায় বাধা দেয়া, রাতের আঁধারে নেতাকর্মীদের বাড়িতে হঠাৎ তল্লাশি চালিয়ে হয়রানি এবং প্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের উৎকোচ দাবি করায় তার বিরদ্ধে নির্বাচন কমিশনে একাধিক লিখিত অভিযোগ এসেছে। এর প্রেক্ষিতে তাকে প্রত্যাহার করার নির্দেশনা দেয়া হয়।






(ঢাকাটাইমস/১৯এপ্রিল/জেবি/এইচএফ)