স্বপন বালা বিএসইসির নতুন কমিশনার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ এপ্রিল, ২০১৬ ১৮:৫০:৩৫
ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার বালাকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কমিশনার নিয়োগ দেয়া হয়েছে।
আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।এতে তাকে দুই বছরের চুক্তিতে নিয়োগ দেয়া হযেছে।
গত ১২ এপ্রিল ডিএসইর এমডি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক স্বপন কুমারের নিয়োগের মেয়াদ শেষ হয়।
একজন চেয়ারম্যানের সঙ্গে চার কমিশনারকে নিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গঠিত।
এম খায়রুল হোসেন কমিশনের চেয়ারম্যান এবং অধ্যাপক এম হেলাল উদ্দিন নিজামী, মো. আমজাদ হোসেন এবং মো. এম সালাম সিকদার কমিশনারের দায়িত্বে আছেন। গত জানুয়ারিতে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করা আরেক কমিশনার আরিফ খানের স্থলাভিষিক্ত হবেন স্বপন কুমার বালা।
বিএসইসির সদস্য হিসেবে তার চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে বলে আদেশে বলা হয়েছে।
ঢাকাটাইমস/১৮এপ্রিল/এইচআর/এআর/ ঘ.)