logo ২১ এপ্রিল ২০২৫
নন-ক্যাডার কোটায় সহকারী সচিব হলেন ২১ কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক , ঢাকাটাইমস
২১ এপ্রিল, ২০১৬ ১৮:০৫:৪৫
image



ঢাকা: প্রশাসনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ২১ প্রশাসনিক কর্মকর্তা (এও) এবং ব্যক্তিগত কর্মকর্তাকে (পিও) নন-ক্যাডার কোটায় সহকারী সচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে।






আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পদোন্নতি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।






যারা পদোন্নতি পেলেন,






পদোন্নতি পাওয়া প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মোসাম্মৎ রাশিদা আক্তার, পানি সম্পদ মন্ত্রণালয়ের মো. সুরমান আলী, তথ্য মন্ত্রণালয়ের মো. আব্দুস সালাম শেখ, শিল্প মন্ত্রণালয়ের মো. রফিকুল আলম, খাদ্য মন্ত্রণালয়ের মো. নুরুল ইসলাম শেখ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মোহা. মনিরুল ইসলাম ও মো. সুলতান মাহমুদ, সড়ক ও মহাসড়ক বিভাগের দিলিপ কুমার সরকার এবং আইন মন্ত্রণালয়ের মো. নাসির উদ্দিন খাঁন।






প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা গীতা রাণী ঘোষ, মো. আলাউদ্দিন, মো. আব্দুল খালেক মিঞা ও ইমান আলী সহকারী সচিব হয়েছেন।






ব্যক্তিগত কর্মকর্তাদের মধ্যে পদোন্নতিপ্রাপ্তরা হলেন- প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মো. লিয়াকত আলী, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের মোহাম্মদ আলী ও খান শাহানুর আলম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মো. গোলাম মোস্তফা ও মো. জাহাঙ্গীর আলম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মো. আব্দুল কুদ্দুস খাঁন, মন্ত্রিপরিষদ বিভাগের আছমা উল হোসনা এবং গণপূর্ত মন্ত্রণালয়ের মো. গোলাম ফারুক।






প্রজ্ঞাপনে বলা হযেছে, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে এই ২১ কর্মকর্তাকে সহকারী সচিব (ক্যাডার বহির্ভুত) হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।






পরবর্তী পদায়নের জন্য পদোন্নতি প্রাপ্তদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।






(ঢাকাটাইমস/২১ এপ্রিল/এইচআর/এমএম)