১৭ উপসচিবের দপ্তর বদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৭ এপ্রিল, ২০১৬ ১৮:১৪:০৭

ঢাকা: প্রশাসনে ১৭ উপসচিবের দপ্তর বদল করা হয়েছে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
গাজীপুর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা শেখ জসীম উদ্দিন আহম্মেদকে জাতীয় নদী রক্ষা কমিশনের পরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা মো. ইকবাল হোসেনকে খুলনা সিটি করপোরেশনের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা মো. এনায়েত উল্লাহ খান ইউসুফজীকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মির্জা তারিক হিকমতকে ভূমি মন্ত্রণালয়ে, বাংলাদেশ রেলওয়ের ঢাকা ডিভিশনাল এস্টেট অফিসার মো. শাহাদাত হোসেনকে বাণিজ্য মন্ত্রণালয়ে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মো. খলিলুর রহমানকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে, টিসিবির প্রধান কর্মকর্তা মো. আসির উদ্দিন সরদারকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আব্দুস সাত্তার শেখকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ে, বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের উপসচিব মোহাম্মদ আতাউর রহমানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, চট্টগ্রাম সড়ক ও জনপথ অধিদপ্তরের এস্টেট অফিসার মো. আব্দুল মান্নানকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে, জনপ্রশাসনের ওএসডি কর্মকর্তা মো. মোমরেজ মিয়াকে খাদ্য মন্ত্রণালয়ে, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক হিসেবে বদলির আদেশাধীন মোহাম্মদ ফারুব আলমকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে, রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপপরিচালক মো. হাবিবুর রহমান হোসাইনীকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে, ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আউয়ালকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের পরিচালক মো. আশরাফ হোসেনকে মন্ত্রিপরিষদ বিভাগে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা মো. জাহিদ হোসেন পনিরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহা. নায়েব আলীকে খাদ্য মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৭এপ্রিল/এইচআর/এমএম)