logo ২০ এপ্রিল ২০২৫
দুই বাজারেই লেনদেনে নিম্নমুখী প্রবণতা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ মে, ২০১৬ ১২:১০:৫৩
image



ঢাকা: সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্যে দিয়ে দেশের দুই পুঁজিবাজারে লেনদেন চলছে। সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনেদেনে এই প্রবণতা লক্ষ্য করা যায়।






পহেলা মে উপলক্ষে সরকারি ছুটি থাকায় নতুন সপ্তাহের প্রথম দিনের লেনদেন শুরু হয়েছে সোমবার।






সোমবার লেনদেনের প্রথম পৌনে এক ঘণ্টায় ঢাকার বাজারে সূচক কমেছে ১৮ পয়েন্ট, চট্টগ্রামের বাজারেও কমেছে ১৮ পয়েন্ট।






আগের ছয়দিনের মতো দিনের শুরুতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক কমতে থাকে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট কমে ৪,১৭৭ পয়েন্টে অবস্থান করছে।






অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসইএক্স ১৮ পয়েন্ট কমে ৭,৮৩১ পয়েন্টে অবস্থান করছে।






সকাল ১১টা পর্যন্ত ডিএসই’তে লেনদেন হয়েছে ৫৪ কোটি টাকার কিছু বেশি। লেনদেন হওয়া প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৫৩টির, কমেছে ১৫২টি ও অপরিবর্তিত রয়েছে ৩২টি।






এদিকে, সিএসই’তে লেনদেন হয়েছে ২ কোটি টাকা। লেনদেন হওয়া ৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২৬টির, কমেছে ৬৪টির ও অপরিবর্তিত আছে ৭টির শেয়ারের দর।






(ঢাকাটাইমস/২মে/এমআর)