পর্নোগ্রাফি দেখার ইতিবাচক দিকও আছে
ঢাকাটাইমস ডেস্ক
০৪ মে, ২০১৬ ১৮:৪১:৩৭

ঢাকা: পর্নোগ্রাফির ইতিবাচক এবং নেতিবাচক ভূমিকার কথা অনেকেই জানেন। সম্প্রতি গবেষকরা পর্নোগ্রাফির একটি ইতিবাচক দিক তুলে ধরেছেন। গবেষকদের দাবি, যেসব পুরুষ নিরাপদ যৌনতাপূর্ণ পর্নোগ্রাফি দেখেন তারা নিজেরাও নিরাপদ যৌন সম্পর্কে আগ্রহী হন।
নিউইয়র্ক, ফিলাডেলফিয়া, বাল্টিমোর এবং ওয়াশিংটন ডিসির ২৬৫ জন পুরুষের ওপর এই জরিপটি পরিচালনা করা হয়। জরিপের ফলাফলে দেখা যায়, অনলাইনে তারা যেসব যৌনতাপূর্ণ দৃশ্য দেখে তা তাদের যৌন আচরণে সরাসরি প্রভাব ফেলে। জরিপে অংশগ্রহণকারী প্রত্যকেই গত তিন মাস যাবৎ অনলাইনে যৌনতাপূর্ণ দৃশ্য দেখে আসছে এবং একই সময়ে তারা নিজেরাও যৌন সম্পর্ক জড়িয়েছে।
কলম্বিয়া বিশ্ববিদ্যালয় মেইলম্যান স্কুল অব পাবলিক হেলথের অধ্যাপক ও লেখক এরিক স্ক্রিমশ বলেন, পর্নোগ্রাফিতে কনডম পরা দেখে তারা নিজেরাও যৌনকর্মের সময় কনডম ব্যবহার করেন। এমনকী যারা বাধ্য হয়ে পর্নোগ্রাফি দেখে থাকেন তারাও কনডম ছাড়া যৌন সম্পর্কে জড়ায় কম। গবেষণার এই ফলাফল এইচআইভি প্রতিরোধে গুরুত্বপূর্ণ নীতি গ্রহণে সহায়তা করবে।
জরিপে অংশগ্রহণকারী ৯২ শতাংশ বলেছেন তারা গত তিন মাসে কনডমবিহীন যৌন দৃশ্য দেখেছেন। এদের মধ্যে প্রায় অর্ধেক বলেছেন এটি তাদেরকে ঝুঁকিপূর্ণ যৌন সম্পর্ক করতে সরাসরি প্রভাবিত করেছে।
(ঢাকাটাইমস/৪মে/এসআই)