ঢাকা: ‘ব্রিটেন গট ট্যালেন্ট’ রিয়েলিটি শোতে সম্প্রতি এক প্রতিযোগী তার ভয়ঙ্কর প্রতিভা প্রদর্শন করেছেন। আলেকজান্ডার মাগালা নামে ২৬ বছর বয়সী ওই তরুণের কসরত দেখে উপস্থিত বিচারক এবং দর্শক সবার চোখ কপালে। এ রকম ভয়ানক কসরত দেখার সুযোগ পাওয়াও দুর্লভ। আলেকজান্ডারের মারাত্মক প্রতিভা দেখে অনেকেই ভয়ে চোখ বন্ধ করতে বাধ্য হয়েছেন।
দ্য সান অনলাইনে প্রকাশিত ভিডিওটিতে দেখা যাচ্ছে, সুঠাম দেহের অধিকারী আলেকজান্ডার বিশাল আকারের ধারালো ছুরি এবং তলোয়ার গলধঃকরণের বেশ কয়েকটি কসরত দেখায়। কসরত চলাকালীন ভয়ে অনেকেই দু’হাত দিয়ে চোখ ঢেকে ফেলতে বাধ্য হন। আলেকজান্ডার শুধু ছুরি বা তলোয়ার গলধঃকরণ করেননি। তিনি তলোয়ার গলায় ঢুকিয়ে ডিগাবাজি পর্যন্ত খেয়েছেন। এরপর লোহার পাইপে ওঠে মাথা নিচের দিক দিয়ে দ্রুতগতিতে নেমেছেন। যা দেখে উপস্থিত দর্শকদের রক্ত হিম হবার জোগাড়।
অসাধারণ নৈপুণ্য দেখানোর পরও আলেকজান্ডারকে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে, আলেকজান্ডার রিয়েলিটি শোর আইন ভঙ্গ করেছে। কারণ বিদেশি প্রতিযোগীদের নির্দিষ্ট ভিসার শর্ত পূরণ করতে হয়। যা টেলিভিশন ট্যালেন্ট শোর শর্তাবলীতে উল্লেখ আছে। কিন্তু আলেকজান্ডার তা পূরণ করেনি। ২৬ বছর বয়সী মলদোভান এই নাগরিকের বর্তমানে প্রয়োজনীয় পারমিট নেই। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে আছেন। রিয়েলিটি শোটির দশম সিরিজের প্রথম পর্বটি ৯ এপ্রিল প্রকাশিত হয়। সেখানে মৃত্যুঝুঁকি সম্পন্ন নৈপুণ্য দেখিয়ে বিচারক এবং দর্শকদের মুগ্ধ করেছে আলেকজান্ডার।