logo ১২ জুলাই ২০২৫
দাবি আদায়ে অভিনব পন্থা ‘সাপের নাচ’(ভিডিও)
ঢাকাটাইমস ডেস্ক
৩০ এপ্রিল, ২০১৬ ১২:০৪:০১
image



ঢাকা: মানুষ তাদের দাবি আদায়ের জন্য মানববন্ধন, অনশন, প্রতিবাদ, সভা-সমাবেশ নানা কিছু করে থাকে। কিন্তু নেচে দাবি আদায়ের কথা কখনো শুনেছেন কি? তাও আবার সাপের নাচ! সম্প্রতি ভারতের মহারাষ্ট্র প্রদেশের বুলধানা অঞ্চলের লোকজন তাদের দাবি আদায়ের জন্য এই অভিনব কৌশল বেছে নিয়েছেন।  






ভারতীয় গণমাধ্যম এনডিটিভিতে প্রকাশিত একটি ভিডিওটিতে দেখা যাচ্ছে, স্থানীয় কিছু লোকজন একটি অফিসের ভিতরে ঢুকে সম্মিলিতভাবে ‘সাপের নৃত্য’ করছে। আর অফিসটি স্থানীয় গণপূর্ত বিভাগের। তাদের উদাসীনতার প্রতিবাদ জানাতেই স্থানীয় লোকজন এই নৃত্য করছিল। ক্ষুদ্ধ লোকজন যখন নাচানাচি করছিল তখন গণপূর্ত বিভাগের কর্মকর্তাদের মিটিং চলছিল। এতে মিটিংয়ের কার্যক্রমে যে ব্যাঘাত ঘটছিল তা স্পষ্টই বুঝা যাচ্ছে।  






প্রতিবেদনটিতে বলা হয়, স্থানীয় লোকজন একটি রাস্তা জরুরিভিত্তিতে সংস্কারের দাবিতে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিল। কিন্তু কর্তৃপক্ষ তাদের দাবি কানেই তুলছিল না। তাই স্থানীয় লোকজন এক প্রকার বাধ্য হয়ে তাদের দাবি আদায়ে এই অভিনব পদ্ধতি বেছে নেয়। এখন দেখার বিষয় রাস্তা সংস্কারে তাদের ‘সাপের নাচ’ কাজে দেয় কিনা।






(ঢাকাটাইমস/৩০এপ্রিল/এসআই)