ট্যাক্সিতে উঠলেই যাত্রীদের দিচ্ছেন বই
ঢাকাটাইমস ডেস্ক
২৭ এপ্রিল, ২০১৬ ২০:২০:৩৩

ঢাকা: সকালে অফিসে দ্রুত আসার জন্য রাজধানীর উত্তরা থেকে ট্যাক্সিতে উঠলেন মতিঝিলে আসার জন্য। ওঠার পর পরই ট্যাক্সিচালক আপনার হাতে তুলে দিল পছন্দের কিছু বই। প্রথম প্রথম একটু খটকা লাগতে পারে একজন ট্যাক্সিচালক আপনাকে পড়ার জন্য বই দিচ্ছে। যখন পড়া শুরু করবেন তখন নিশ্চয়ই ভালো লাগবে। বই পড়ে যে শুধু শিখবেন তা নয়, যাত্রার সময়টুকু ভালো কাটবে নিঃসন্দেহে। আর রাস্তায় ট্রাফিক তো আছেই। বই পড়ে দিব্যি কাটিয়ে দিতে পারবেন বিরক্তিকর সময়টা।
এই রকম ট্যাক্সির দেখা আপনি হয়তো ঢাকাতে পাবেন না। তবে ইরানের গিলানি প্রদেশের রাজধানী রাস্ট শহরে গেলে দেখা মিলে যেতেও পারে এমনি এক ট্যাক্সিচালকের।
সেখানকার এক ট্যাক্সিচালক তার গাড়িটিকে রীতিমত ভ্রাম্যমাণ লাইব্রেরি বানিয়ে নিয়েছেন। তার উদ্দেশ্যে অনেক মহৎ। যাত্রীরা যেন ভ্রমণের সময়টুকু বই পড়ে কাজে লাগাতে পারে তার জন্যই এই ব্যবস্থা। সাহেল ফিলসুফ নামে ওই ব্যক্তি মনে করেন, মানুষ তাদের অনেক সমস্যারই সমাধান নিজেরাই করতে পারে বই পড়ে।
সাহেল ফিলসুফ বলেন, ট্যাক্সিতে বই রাখার ধারণা অনেক আগেই হয়েছিল। আমি মনে করি, বই মানুষের আত্মার খোরাক জোগায়। বই পড়ে মানুষ তাদের মানসিক সমস্যা দূর করতে পারে।
সাহেল আরও জানায়, তার ট্যাক্সিতে মনোবিজ্ঞান, ইতিহাস এবং শিশুদের বইসহ বিভিন্ন ধরনের ৫০টি বই রয়েছে। নারী এবং তরুণরাই তার ট্যাক্সি লাইব্রেরির মূল পাঠক।
সাহেল ফিলসুফ আরও ভালো বই পাওয়ার জন্য দেশটির কেন্দ্রীয় লাইব্রেরি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন।
সাহেল বলেন, কোনো যাত্রী ট্যাক্সিতে ওঠার পর যখন বই চায় তখন আমার খুব ভালো লাগে। মনে হয়, আমি সঠিক কাজটিই করছি। সূত্র: এনডিটিভি।
(ঢাকাটাইমস/২৭এপ্রিল/এসআই/জেবি)