logo ০৮ আগস্ট ২০২৫
দুবাইয়ের রাস্তায় চলবে চালকবিহীন গাড়ি!
ঢাকাটাইমস ডেস্ক
২৬ এপ্রিল, ২০১৬ ২১:৩৮:৫০
image



ঢাকা: বাণিজ্যিক নগরী হিসেবে দুবাই ইতোমধ্যে বিশ্বে গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়েছে। বিশ্বের সবচেয়ে উঁচু ভবন এখন দুবাইতে। সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহারেও দেশটি এগিয়ে গেছে। তারই অংশ হিসেবে দুবাইতে চালু হতে যাচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির চালকবিহীন যাত্রীবাহী গাড়ি। সম্প্রতি দেশটির সরকার মোট পরিবহনের ২৫ শতাংশ চালকবিহীন গাড়ি চালু করার পরিকল্পনা নিয়েছে।






সোমবার দেশটির আমির শেখ মোহাম্মদ ঘোষণা করেছেন, ২০৩০ সালের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের শহরগুলোতে ২৫ শতাংশ চালকবিহীন নতুন গাড়ি নামানো হবে।






তিনি আরও বলেন, এই প্রকল্প বাস্তবায়ন হলে পরিবহন খরচ এবং দুর্ঘটনার পরিমাণ উভয়ই কমে আসবে। প্রকল্পটি দুবাই সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ এবং দুবাই ফিউচার ফাউন্ডেশনের যৌথ বিনিয়োগে বাস্তবায়ন করা হবে।  






উল্লেখ্য, ইতোমধ্যে দুবাইতে চালকবিহীন মেট্রো রেল চালু রয়েছে। দেশটিতে ট্যাক্সি সেবা দিচ্ছে এ রকম প্রতিষ্ঠানের সংখ্যা অনেক। আর এসব ট্যাক্সির বেশিরভাগ চালকই বিদেশি শ্রমিক। নতুন প্রকল্প চালু হলে এসব চালকদের কী হবে এই ব্যাপারে কোন আলোচনা হয়নি।






(ঢাকাটাইমস/২৬এপ্রিল/এসআই/জেডএ)