বইয়ের বিশাল সংগ্রহশালা গোছাবেন যেভাবে
ঢাকাটাইমস ডেস্ক
২৬ এপ্রিল, ২০১৬ ১৮:০৪:১১

১. বর্ণনাক্রমে সাজান: বুকশেলফে বই সাজানোর এটি সবচেয়ে সহজ এবং বহুল প্রচলিত একটি পদ্ধতি। এটি হতে পারে লেখকের নামের প্রথম বা শেষ অংশ অনুসারে অথবা বইয়ের নাম অনুসারে।
২. বইয়ের প্রকার অনুযায়ী: বইয়ের প্রকার বা ধরন অনুযায়ী সাজিয়ে রাখলেও প্রয়োজনের সময় দরকারি বইটা খুঁজে পেতে সুবিধা হয়। আর এই পদ্ধতিটিও অনেক সহজ। কমেডি, ক্লাসিক, রোমাঞ্চকর, ভৌতিক, রোমান্টিক ইত্যাদি বিভিন্ন ধরনের বই বুকশেলফের পৃথক পৃথক তাকে রাখতে পারেন।
৩. রঙ অনুযায়ী: বুকশেলফকেও বানাতে পারেন রংধনুর সাত রঙের মতো। বইয়ের কভারের রঙ অনুযায়ী বুকশেলফকে রংধনুর মতো করে সাজিয়ে নিন। উদাহরণস্বরূপ, সাদা-কালো রঙের বইগুলোকে নিয়ে একটি একরঙা তাক তৈরি করে নিতে পারেন। রঙিন বইগুলোকে নিয়ে একটি আলাদা সেকশন তৈরি করতে পারেন।
৪. প্রকাশনী অনুযায়ী: সব বই একসঙ্গে মিশিয়ে ফেলতে না চাইলে প্রকাশনীর নাম অনুযায়ী আলাদাভাবে সাজাতে পারেন। শুধু তাই নয়, চাইলে প্রতিটা প্রকাশনীর পৃথক কয়েকটি ভাগও করে নিতে পারেন। এতে করে বই সাজাতে বিশৃঙ্খলতা তৈরি হবে না।
৫. আবেগ অনুযায়ী: বই সাজাতে সবসময় আদর্শ পদ্ধতি অনুসরণ করতে হবে তা নয়। আপনি বই সাজানোর কাজটি একটু ভিন্নভাবেও করতে পারেন। বন্ধু কিংবা পরিবারের সদস্যদের দেয়া উপহারের বইগুলো আলাদা ভাগ করে লেবেল লাগিয়ে রাখতে পারেন। নিজে যেসব বই কিনেছেন তার জন্য আলাদা তাক ব্যবহার করতে পারেন।
(ঢাকাটাইমস/২৬এপ্রিল/এসআই/জেবি)