পেশাজীবীদের জীবনসঙ্গী পেতে সিভি ডেটিং!
ঢাকাটাইমস ডেস্ক
১৮ মে, ২০১৬ ১৭:১৩:৫৪

ঢাকা: পেশাগত ভিন্নতার কারণে অনেক দম্পতির মধ্যে নানা ধরনের টানাপোড়েন সৃষ্টি হয়। আর এসব টানাপোড়েনের কারণে অনেক সময় তৈরি হয় সম্পর্ক ছিন্ন হওয়ার মতো ঘটনাও। স্বামী-স্ত্রী যদি একই পেশার মানুষ হয় তখন নিজেদের মধ্যে অনেক অপ্রত্যাশিত ঝামেলা এড়ানো সম্ভব। আর এই কাজটি করে চলেছেন বিজনেস সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো। যেখানে অবিবাহিত পেশাজীবীরা নিজেদের পেশার সঙ্গে মিল রেখে সঙ্গী খুঁজতে বিজনেস সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে জীবন বৃত্তান্ত স্ক্রিনিং করছেন। এই প্রবণতাকে বলা হয় সিভি ডেটিং। শিক্ষাগত যোগ্যতা, চাকরির প্রোফাইল, ক্যারিয়ারের সামঞ্জস্যতার ভিত্তিতে তরুণ পেশাদারদের একত্র করার কাজটি করছে এসব সাইটগুলো।
ক্লিনিক্যাল মনোবিজ্ঞানী শেফালী গুপ্তা এই ধরনের ডেটিং সাইটের প্রতি তার সমর্থন ব্যক্ত করে বলেন, অন্যান্য ডেটিং অ্যাপস এবং সাইটে একজন ব্যক্তি যদি নিজে থেকে সঠিক তথ্য ও ছবি প্রদান না করলে আপনি তার সম্পর্কে সঠিক তথ্য জানার সু্যোগ পাচ্ছেন না। কিন্তু সিভি ডেটিং-এ একজন ব্যক্তি সম্পর্কে সঠিক তথ্য নিশ্চিত করে। বিজনেস নেটওয়ার্কিং সাইটগুলোতে একজন ব্যক্তির শিক্ষা, চাকরির ইতিহাস, দক্ষতা, ভাষা এমনকী তার শখ সম্পর্কে জানতে পারেন। ম্যাচ মেকিং বা ঘটকালির সাইটের চেয়ে এই ধরনের সাইট ব্যবহারে ব্যস্ত পেশাজীবীদের সময় সাশ্রয় হয়।
মিডিয়া পেশাজীবী অরজিৎ ঘোষ বলেন, আমি যে চাকরি করি তার সময়সীমা সকাল ৯টা থেকে ৫টা নয়। আমার কাজের সময়টা অত্যন্ত অনিশ্চিত। কোন দিন কয়টা পর্যন্ত কাজ করতে হবে তা আগে থেকে নির্ধারিত করা থাকে না। তাই আমার মনে হচ্ছে, এই ধরনের একটি ডেটিং প্ল্যাটফর্ম খোঁজা বুদ্ধিমানের কাজ হবে। যেখান থেকে একই পেশার কাউকে খুঁজে নিতে পারব। যে নাকি আমার কাজের চ্যালেঞ্জগুলো বুঝবে এবং জীবনটাকে সহজ করবে।
বিজ্ঞাপন এজেন্সিতে কর্মরত চ্যান্টেলে ডি’ সুজা বলেন, আমি অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী এবং সেই অনুযায়ী কাজ করছি। ক্যারিয়ারের নির্দিষ্ট একটি লক্ষ্যে পৌঁছাতে কাজ করে যাচ্ছি। বিজনেস ডেটিং সাইটে আমার জীবন বৃত্তান্তে সবই দেয়া আছে। আশা করি, অনুরূপ আকাঙ্ক্ষার কাউকে খুঁজে পাব। এতে করে আমার মূল্যবান সময় বেঁচে যাবে।
(ঢাকাটাইমস/১৮মে/এসআই/জেবি)