logo ১০ জুলাই ২০২৫
ব্যতিক্রমী মডেলে মন কাড়লেন ডিজাইনার
ঢাকাটাইমস ডেস্ক
২৪ মে, ২০১৬ ১১:৩৮:২০
image



ঢাকা: প্রচলিত প্রথা ভেঙে ভারতের ফ্যাশন ডিজাইনার শর্মিলা নায়ার তার নতুন শাড়ী কালেকশনের জন্য ব্যবহার করেছেন হিজড়া মডেলদের। যা ভারতে এবং আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।






শর্মিলা তার কালেকশনের নাম দিয়েছেন মাড়াভিল। মালায়ালাম ভাষায় যার অর্থ রঙধনু। তিনি বলেন, ‘আমি রঙধনু নামটি ব্যবহার করেছি এই কারণে যে সারা পৃথিবীতে তৃতীয় লিঙ্গের মানুষেরা রঙধনুকেই তাদের চিহ্ন হিসেবে ব্যবহার করেন।






ভারতে হিজড়া সম্প্রদায়ের সামাজিক অবস্থান বেশ নিচে। তারা নানা রকম সামাজিক নিগ্রহের শিকার হন। ফলে তাদেরকে ফ্যাশন মডেল হিসেবে ব্যবহার করায় এনিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। শর্মিলার শাড়ী কালেকশনে মডেল হয়েছেন যে দুজন হিজড়া তাদের নাম মায়া মেনন এবং গৌরি চৌধুরী। ফ্যাশন মডেলিংয়ে কোনো অভিজ্ঞতা তাদের নেই। ভারতে এলজিবিটিদের (সমকামী, তৃতীয় লিঙ্গ, রূপান্তরকামী) নিয়ে কাজ করে এমন এক এনজিওর মাধ্যমে শর্মিলা এদের খুঁজে পান।






শর্মিলা বলেন, ‘আমি ফেসবুকে দেখছিলাম কেরালা সরকার হিজড়াদের উন্নয়নের জন্য অনেক কিছু করছে। তাই ভাবলাম এদের জন্য কিছু একটা করতে পারি।’






(ঢাকাটাইমস/২৪মে/জেএস)