ক্ষুদে বার্তা সিগারেটের প্রতি আসক্তি কমায়
ঢাকাটাইমস ডেস্ক
২৪ মে, ২০১৬ ২২:১৪:০৮

ঢাকা: সিগারেট খাওয়া বন্ধ করতে চাইলে নিজের মোবাইল ফোনটাকে কাজে লাগাতে পারেন। সম্প্রতি এক গবেষণায় দাবি করা হয়েছে, সিগারেট খাওয়ার সময় কাউকে ক্ষুদে বার্তা পাঠালে সিগারেটের প্রতি আসক্তি কমে যায়।এই ক্ষুদে বার্তা সিগারেটের প্রতি মানুষের মনসংযোগ নষ্ট করে।
ধূমপান বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন সতর্কীকরণ বার্তা হিসেবে সিগারেটের প্যাকেটে গ্রাফিক্যাল লেবেল ব্যবহার করারও পরিকল্পনা করছে। কিন্তু যুক্তরাষ্ট্রের মরিয়ম হাসপাতালের সেন্টার ফর রিহ্যাভিওরাল অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন বিভাগের গবেষকরা পরামর্শ দিয়েছেন, ধূমপান প্রতিরোধে ‘ক্ষুদে বার্তা’ কার্যকর ভূমিকা রাখতে পারে।
গবেষক দল খুঁজে পেয়েছেন, ধূমপান করার সময় ক্ষুদে বার্তার দিকে মনযোগ দিলে তাদের ধূমপান থেকে বিরত থাকার সম্ভাবনা বেড়ে যায়।
জ্যেষ্ঠ গবেষক লরি স্কট শেলডন বলেছেন, বিশ্বজুড়েই এখন তামাকের ব্যবহার প্রতিরোধের দিকে সবার নজর। আর ক্ষুদে বার্তায় খরচও কম।
স্কট শেলডন আরও বলেন, গবেষণায় প্রমাণ পাওয়া গেছে, ধূমপান কমাতে ক্ষুদে বার্তার এই ধারণা ভালো ভূমিকা রাখে। তবে কোন অবস্থায়, কাদের জন্য এবং কেন কাজ করে তা বুঝার জন্য আরও গবেষণার দরকার রয়েছে।
(ঢাকাটাইমস/২৪মে/এসআই/এআর/ঘ.)