logo ০৯ জুলাই ২০২৫
দেশেই মিলবে এনশ্যানটরের প্রসাধনী পণ্য
ফিচার প্রতিবেদক
০২ জুন, ২০১৬ ১৮:২৯:৩৪
image






ঢাকা:  মালয়েশিয়ার বিখ্যাত প্রসাধনী ‘এনশ্যানটর’ এর বিভিন্ন  পণ্য এখন থেকে বাংলাদেশে পাওয়া যাবে। উইপ্রো-উনযা ওভারসিস লিমিটেড এবং তাদের বাংলাদেশি অংশীদার এসএমভি কনজুমারস লিমিটেড সম্প্রতি বাংলাদেশে তাদের এই ব্যবসার উদ্বোধন ঘোষণা করে। 






এই উপলক্ষে ‘দ্য ডেইলি স্টার’ মিলনায়তনে আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। 






সংবাদ সম্মেলনের  উপস্থিত ছিলেন প্রেস্টিজ বাংলা লিমিটেডের চেয়ারম্যান আসিফ মঈন, ম্যানেজিং ডিরেক্টর আমান মঈন, এসএমভি কনজুমারস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর কাজী জিয়াউল হাসান, চেয়ারম্যান সায়েদ মাযহারুল হক এবং উইপ্রো কনজুমার কেয়ার লাইটিংয়ের কান্ট্রি ম্যানেজার বিবেক ভাইড। 






অনুষ্ঠানে জানানো হয় এনশ্যানটরের পণ্য মালয়েশিয়ার পাশাপাশি, দুবাই, ভারতসহ এশিয়া মহাদেশে ব্যাপক সুনাম অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের বাজারেও এনশ্যানটরের পণ্য অনুমোদিত পরিবেশকের মাধ্যমে পাওয়া যাবে। 






এনশ্যানটরে প্রসাধনী পণ্যের মধ্যে আছে বডি লোশন, হ্যান্ড লোশন, পারফিউমড শাওয়ার জেল, শাওয়ার ক্রিম, রোল অন ডিওডেরান্ট, ডিওডেরান্ট স্টিক, বডি মিস্ট, ট্যালকম পাউডার ইত্যাদি। 






১৯৮৯ সাল থেকে শুরু করে মালয়শিয়ান এনশ্যানটর এখন বিশ্বের বিভিন্ন দেশে তার কার্যক্রম পরিচালনা করছে। 






বাংলাদেশের বাজারে এনশ্যানটর এর বেশ চাহিদা থাকলেও এতোদিন বানিজ্যিকভাবে বাংলাদেশে এর কোন প্রোডাক্ট ছিলনা। সেকারনেই এগিয়ে এসেছে এসএমভি কনজুমারস লিমিটেড।






(ঢাকাটাইমস/২জুন/এজেড)