logo ০৯ জুলাই ২০২৫
ধূমপান ছাড়ার বিজ্ঞানসম্মত উপায়
ঢাকাটাইমস ডেস্ক
০৪ জুন, ২০১৬ ২০:৫১:৫৪
image



ঢাকা: ধূমপানে অভ্যস্থ যারা তাদের বেশির ভাগই চান তা ছেড়ে দিতে। কিন্তু ছাড়ি ছাড়ি করেও কতজনে ধূমপান ছাড়তে পারেন না৷ একদিন যেচে সেধে যে বস্তুটিকে জীবনে ডেকে আনা হয়েছিলে, তাকে ছাড়াতে ঘুম ছুটে যায় ধূমপায়ীদের৷ এদিকে বয়স যত গড়ায় তত মধ্যবিত্ত শরীর জুড়ে হাজার অসুখের ফন্দি৷ ডাক্তাররা চশমা এঁটে জানাচ্ছেন ধূমপান না ছাড়লেই নয়৷ কিন্তু উপায় কী?






ধূমপান ছাড়তে নানাজনে নানা পদ্ধতি অবলম্বন করেন৷ হাজার টোটকার আশ্রয় নেন৷ কিন্তু ঘটনা যেটা হয়, সেইসব টোটকাও চলে পাশপাশি পুড়তে থাকে সিগারেটটাও৷ এমনকি ধূমপান ছাড়ানোর বাজারচলতি বিজ্ঞাপন যেগুলো, তা অনুসরণ করেও ভালো ফল পাননি অনেকে৷






আসলে এই অপারগতার কারণ একটিই৷ ধূমপান ছাড়তে চান অনেকেই, কিন্তু কেউই বিজ্ঞানসম্মত উপায় অনুসরণ করেন না৷ সে উপায় কীরকম? মোটামুটি দুটো উপায়ে সিগারেট ছাড়ার কথা ভাবেন ধূমপায়ীরা৷ প্রথমত, সিগারেটের সংখ্যা কমিয়ে ধূমপান ছাড়া৷ দ্বিতীয়ত, আচমকা একদিন ছাড়ার সিদ্ধান্ত নেয়া৷ দুটোতেই সাফল্য মেলে৷ কিন্তু সঠিক উপায় কোনটি?






ঠিক উপায়ের খোঁজেই পরীক্ষায় নেমেছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুই গবেষক৷ দিনে অন্তত ১৫টি সিগারেট খান এরকম ৭০০ জন লোকের মধ্যে এই সমীক্ষা চালানো হয়৷ কিছু লোককে ধীরে ধীরে সিগারেট ছাড়তে বলা হয়৷ বাকিদের আচমকাই একদিন সিগারেট ছেড়ে দিতে বলা হয়৷ নেশা ছাড়ার পরবর্তী সময়ের যে কাউন্সেলিং তাও করানো হয়৷ বেশ কয়েকমাস পরে এর ফলাফল পরীক্ষা করে দেখা হয়৷ দেখা যায়, যাঁরা আচমকাই সিগারেট ছেড়েছেন তাদেরই সাফল্যের হার বেশি৷ আচমকা সিগারেট ছেড়ে যেখানে ৪৯ শতাংশ মানুষ সফল, সেখানে ধীরে ধীরে সিগারেট ছেড়ে সফল মাত্র ৩৯ শতাংশ মানুষ৷ ছ’মাস পরেও এই সাফল্যের হার অপরিবর্তিত৷






অর্থাৎ এই সমীক্ষা জানাচ্ছে, ধীরে ধীরে সিগারেট ছাড়ার নিয়ম তেমন কাজে দেয় না৷ বরং সাফল্য বেশি হুট করে ছেড়ে দেয়ার সিদ্ধান্তে৷ তবে এই গবেষণা যিনি করছেন সেই নিকোলা লিন্ডসন ও হওলে জানাচ্ছেন, যারা ধীরে ধীরে সিগারেট ছাড়তে চান, তারা কোন উপায়ে আরও সাফল্য পান তা গবেষণা করে দেখছেন তারা৷






(ঢাকাটাইমস/০৪জুন/জেবি)