logo ২০ এপ্রিল ২০২৫
টানা পতনের পর দুই বাজারে মিশ্র প্রবণতা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ জুন, ২০১৬ ১৬:৪৯:৪৭
image



ঢাকা: কয়েক কার্যদিবস দরপতনের পর দেশের দুই পুঁজিবাজারে সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। দিনভর সূচকের ওঠানামা শেষে মঙ্গলবার ঢাকার বাজারে সূচক বেড়েছে ২ পয়েন্ট, তবে চট্টগ্রামের বাজারে কমেছে ১২ পয়েন্ট।






তবে আজ উভয় বাজারে লেনেদেন বাড়লেও কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। একমি ল্যাবরেটরিজ লিমিটেডের শেয়ারে লেনদেন হয়েছে ১৪০ কোটি টাকার।






সকালে সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু হলেও আধা ঘণ্টা পর শুরু হয় সূচকের ওঠানামা। দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে ৪,৪১২ পয়েন্টে অবস্থান করছে।






ডিএসইএস সূচক আগের দিনের চেয়ে ০ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে ১,০৮৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক আগের দিনের চেয়ে ২ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে ১,৭৩৯ পয়েন্টে অবস্থান করছে। আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৪৭১ কোটি ৪৭ লাখ টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৫টির, কমেছে ২১১টির এবং অপরিবর্তিত আছে ৩৯টি।






অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসইএক্স ১২ দশমিক ২৩ পয়েন্ট কমে ৮,২৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হয়েছে ৩৯ কোটি ২৬ লাখ টাকা। লেনদেন হওয়া ২২১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৫০টির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত আছে ২৬টির শেয়ারের দাম।






(ঢাকাটাইমস/৭জুন/এমআর)