logo ২০ এপ্রিল ২০২৫
পুঁজিবাজারে স্বস্তির হাওয়া
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ মে, ২০১৬ ১৬:৪১:২১
image



ঢাকা: অনেক দিন পর পুঁজিবাজারে কিছুটা স্বস্তির হাওয়া লেগেছে। আজ রবিবার সপ্তাহ শুরু হয়েছে সূচক ও লেনদেনের ব্যাপক উত্থানের মধ্য দিয়ে। দুই বাজারেই বেড়েছে লেনদেন ও সূচক। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।






ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৪২৭ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার; যা আগের দিনের তুলনায় প্রায় ৭৮ কোটি  টাকা বেশি। বৃহস্পতিবার এ বাজারে লেনদেন হয়েছিল ৩৪৯ কোটি ৯৫ লাখ টাকা।






আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৬২টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টির শেয়ার দর।






এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৪২৬ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৩৪ পয়েন্টে।






অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৩৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৪টির, কমেছে ৭২টির  এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।






(ঢাকাটাইমস/২৯মে/জেবি)