logo ২০ এপ্রিল ২০২৫
এ সপ্তাহে পাঁচ কোম্পানির এজিএম
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ মে, ২০১৬ ২০:০১:৪৭
image



ঢাকা: চলতি সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।






কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, রিপাবলিক ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস ও ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড।






ন্যাশনাল হাউজিং






ন্যাশনাল হাউজিংয়ের এজিএম আগামী ২২ মে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। ওইদিন লেকশোর হোটেল রোড-৪১, হাউজ-৪৬, গুলশান-২ এজিএম অনুষ্ঠিত হবে।






৩১ ডিসেম্বর, ২০১৫ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।






রিপাবলিক ইন্স্যুরেন্স






রিপাবলিক ইন্স্যুরেন্সর এজিএম আগামী ২৫ মে সকাল ১০টায় মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তন হল, কাকরাইলে অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর, ২০১৫ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১৩ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।






রুপালী ইন্স্যুরেন্স কোম্পানি






রুপালী ইন্স্যুরেন্সের এজিএম আগামী ২৬ মে সকাল ১১টায় ইম্পেরিয়াল কনভেনশন সেন্টার মালিবাগ, ডিআইটি রোডে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।






ইন্টারন্যাশনাল লিজিং






এই কোম্পানির এজিএম আগামী ২৬ মে সকাল ১১টায় ঢাকা লেডিস ক্লাবে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানটি ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।






ফিনিক্স ফিন্যান্স






এই কোম্পানির এজিএম আগামী ২৬ মে সকাল সাড়ে ১১টায় মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানটি ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।






(ঢাকাটাইমস/২১মে/জেবি)