logo ২০ এপ্রিল ২০২৫
ডিএসইতে বেড়েছে সূচক ও লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৭ মে, ২০১৬ ১৬:৫০:৪০
image



ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার মোট ৩০২ কোটি দুই লাখ ৪৯ হাজার ৫৫৯ টাকার লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে ১৩ কোটি ৩৮ লাখ টাকা বেশি। এ দিন মোট ৩১৩টি কোম্পানির আট কোটি ১২ লাখ ৮১ হাজার ২৪৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।






ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ৩৮.০০ পয়েন্ট বেড়ে ৪৩২৬.৬৪ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২৩.০৮ পয়েন্ট বেড়ে ১৬৮৯.৫৩ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ্ সূচক পয়েন্ট ৮.৮১ বেড়ে ১০৬২.০৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত ৩১৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৫ টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ার।






লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো- লাফার্জ সুরমা সিমেন্ট, ডরিন পাওয়ার, বিএসআরএম লি., ইউনাইটেড পাওয়ার, স্কয়ার ফার্মা, বেক্সিমকো লি., লিন্ডে বিডি, বেক্সিমকো ফার্মা, প্রিমিয়ার সিমেন্ট, ও এমজেএল বিডি।






দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- সেলভো কেমিক্যাল, লাফার্জ সুরমা সিমেন্ট, জনতা ইন্সু., খান ব্রাদার্স, পাইওনিয়ার ইন্সু., রিলায়েন্স ইন্সু., হাক্কানী পাল্প, আমান ফীডস, সেন্ট্রাল ফার্মা ও ন্যাশনাল পলিমার।






অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- অগ্রণী ইন্সু., সোনারবাংলা ইন্সু., শ্যামপুর সুগার, জিলবাংলা সুগার, মেঘনা কনডেন্সড মিল্ক, মাইডাস ফাইন্যান্স, ইউনাইটেড এয়ার, ইউনাইটেড ইন্সু., ইসলামী ব্যাংক ও এপেক্স ট্যানারী।






(ঢাকাটাইমস/১৭মে/এমএবি/জেবি)