আরডি ফুডের এজিএম স্থগিত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ মে, ২০১৬ ১৩:৩১:০৮
ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেডের (আরডি ফুড) বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে। তবে রেকর্ড ডেট অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।
ডিএসই সূত্র জানায়, অর্থবিল ২০১৫ ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা পরিপালনের লক্ষ্যে কোম্পানির এজিএম স্থগিত করা হয়েছে।
এর আগে কোম্পানিটি আগামী ২৮ মে এজিএম করার ঘোষণা দিয়েছিল। নির্দেশনা অনুযায়ী কোম্পানির হিসাব বছর জুনে শেষ হবে। এরপরে কোম্পানিটি এজিএমের নতুন তারিখ ঘোষণা করবে।
(ঢাকাটাইমস/১৬মে/জেবি)