সূচক বাড়লেও কমেছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ মে, ২০১৬ ২২:১৬:৫৫

ঢাকা: পুঁজিবাজারে সূচক সামান্য বাড়লেও বেড়েছে লেনদেন। আজ মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১২ দশমিক ৮০ শতাংশ।
ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইতে ৪৩০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় প্রায় ৬৩ কোটি ২৬ লাখ টাকা কম। গতকাল এ বাজারে লেনদেন হয়েছিল ৪৯৩ কোটি ৯৬ লাখ টাকা।
আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৯টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির শেয়ার দর।
এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক দশমিক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার ৩৩০ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৬৮১ পয়েন্টে।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩১৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।
(ঢাকাটাইমস/১০মে/জেবি)