logo ২০ এপ্রিল ২০২৫
একদিনের উত্থানের পর ফের পুঁজিবাজারে পতন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ মে, ২০১৬ ১৬:৩০:০৯
image



ঢাকা: টানা ১০ দিন পতনের পর ঘুরে দাঁড়িয়েছিল দেশের পুঁজিবাজার। এতে আশায় বুক বেঁধেছিলেন বিনিয়োগকারীরা। কিন্তু তাদের স্বস্তি স্থায়ী হলো না। আবারো পুরোনো চেহারায় ফিরে এসেছে দেশের পুঁজিবাজার। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতন হয়েছে। পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণও।






ওয়েবসাইট সূত্রে জানা যায়,  আজ ডিএসইতে ৪০০ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছ; যা আগের দিনের তুলনায় প্রায় পাঁচ কোটি ৮ লাখ টাকা বা ১ শতাংশ কম। গতকাল এ বাজারে লেনদেন হয়েছিল ৪০৫ কোটি ৮৫ লাখ টাকা।






এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ১৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির শেয়ার দর।






এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ২৫৮ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৪২ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৬৪১ পয়েন্টে।






বুধবার সিএসইতে ২৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ১০৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ১৩৯টির  এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।






(ঢাকাটাইমস/০৪মে/জেবি)