দুই বাজারেই লেনদেন বেড়েছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ মে, ২০১৬ ১২:২৩:৩৩

ঢাকা: টানা সাত দিন নিম্নমুখী প্রবণতার পর দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলছে। সূচকের পাশাপাশি দুই বাজারেই বেড়েছে লেনদেন ও শেয়ারের দাম।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার লেনদেনের প্রথম এক ঘণ্টা শেষে ডিএসইতে সূচক ৭৫ পয়েন্ট এবং সিএসইতে সূচক ১১২ পয়েন্ট বেড়েছে। এর আগের টানা সাত কার্যদিবস উভয় বাজারে সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন হয়েছে।
মঙ্গলবার লেনদেনের শুরু থেকেই দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স সূচক বাড়তে থাকে।
অপরবাজার সিএসইতে প্রধান সূচক সিএসইএক্স ১১২ পয়েন্ট বেড়ে ৭,৯০৭ পয়েন্ট অবস্থান করছে। দুপুর ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ১৩৫ কোটি টাকার কিছু বেশি।
লেনদেন হওয়া প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২৪৭টির, কমেছে ১৭টির ও অপরিবর্তিত আছে ১৯টি।
অপর বাজার সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ৫৬ লাখ টাকা। লেনদেন হওয়া ১৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৩১টির, কমেছে ১৪টির ও অপরিবর্তিত আছে ১১টি শেয়ারের দাম।
(ঢাকাটাইমস/৩মে/এমআর)