অবশেষে ঘুরে দাঁড়ালো পুঁজিবাজার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ মে, ২০১৬ ১৬:৫৩:১৭

ঢাকা: টানা ১০ দিন পতনের পর অবশেষে ঘুরে দাঁড়িয়েছে দেশের পুঁজিবাজার। সপ্তাহের দ্বিতীয় দিন আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) উভয় বাজারে সূচক বেড়েছে। পুঁজিবাজারের এই ঘুরে দাঁড়ানোতে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বিনিয়োগকারীরা।
ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার ডিএসইতে ৪০৫ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় প্রায় ৫৫ কোটি ৩২ লাখ টাকা বা ১২ শতাংশ কম। গতকাল এ বাজারে লেনদেন হয়েছিল ৪৬১ কোটি ১৭ লাখ টাকা।
আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ২৬৩টির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির শেয়ার দর।
এদিকে ডিএসইএস বা শরিয়াহ সূচক ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪৪ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৬৪৪ পয়েন্টে।
এদিকে আজ সিএসইতে ২৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৩০৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ১২৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৯২টির, কমেছে ৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির।
(ঢাকাটাইমস/০৩মে/জেবি)