চীনের পুঁজিবাজারে ধস
ঢাকাটাইমস ডেস্ক
০৬ মে, ২০১৬ ১৯:১৭:২৪
ঢাকা: বাংলাদেশের মতো চীনের পুঁজিবাজারেও সূচকের ধারাবাহিক পতন ঘটছে। আজ শুক্রবার সাংহাই কম্পোজিট সূচক পড়েছে ২.৮ শতাংশ। আর হংকংয়ের বাজারে হ্যাংসেং সূচক পড়েছে আরও ১.৭ শতাংশীয় পয়েন্ট।
বিবিসি এক খবরে জানিয়েছে, চীনা কয়লা ও লোহ খাতের কোম্পানির শেয়ারদর হঠাৎ পড়ে যাওয়ার তার প্রভাব পড়েছে বাজারে। আজ সানজি কয়লা ৬ শতাংশ দর কমে বিক্রি হয়েছে। অন্যদিকে উয়ান লোহ ও স্টিলের দাম পড়েছে প্রায় ৫ শতাংশ।
এদিকে সরকারি ছুটির কারণে জাপানের বাজার আগামী তিন দিন বন্ধ থাকবে। তার আগে আজ এ সপ্তাহের শেষ কার্যদিবসে নিক্কেই সূচক পড়েছে ০.৩ শতাংশীয় পয়েন্ট। আজ বাজারে এয়ারব্যাগ প্রস্তুতকারক কোম্পানি তাকাতার শেয়ারদর উল্লেখ্যযোগ্যভাবে কমে যায়। এদিন কোম্পানির শেয়ার ৮.৬ শতাংশ দর হারায়।
তবে অস্ট্রেলিয়ার বাজার ছিল মোটামুটি অবস্থানে। গতদিনের লোকসান কিছুটা তুলে নিয়ে এদিন এসঅ্যান্ডপি এএসএক্স ২০০ সূচক ০.২৫ শতাংশ বেড়ে লেনদেন শেষ করে।
(ঢাকাটাইমস/০৬মে/জেবি)