দুই বাজারেই সূচকের পতন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ মে, ২০১৬ ১৬:৫৮:০৫

ঢাকা: পুঁজিবাজারে সূচকের পতন হয়েছে। সপ্তাহের দ্বিতীয় দিন আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। তবে গতকালের তুলনায় লেনদেন বেড়েছে।
ওয়েবসাইট সূত্রে জানা গেছে, আজ ডিএসইতে প্রায় ২৪ শতাংশ লেনদেন বেড়েছে। লেনদেন হয়েছে ৪৯৩ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের তুলনায় প্রায় ৯৬ কোটি ৭৮ লাখ টাকা বেশি। গতকাল এ বাজারে লেনদেন হয়েছিল ৩৯৭ কোটি ১৭ লাখ টাকা।
আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির শেয়ার দর।
এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার ৩২৯ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৬৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৬৭৯ পয়েন্টে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ২৯৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।
(ঢাকাটাইমস/০৯মে/জেবি)