কমেছে সূচক ও লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ মে, ২০১৬ ১৬:৫৭:১৭

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের নিন্মমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে এ দিন লেনদেনও কমেছে।
ডিএসইতে আজ ৩১৪ টি কোম্পানির ছয় কোটি ৬৬ লাখ ২২ হাজার ৮৩০টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ২৫৮ কোটি এক লাখ সাত হাজার ৯৬৩ টাকা। যা আগের দিনের চেয়ে ৫৩ কোটি ২৭ লাখ টাকা কম।
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২৩.১৭ পয়েন্ট কমে ৪২৭৫.৪৮ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৭.২৩ পয়েন্ট কমে ১৬৬০.০২ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ্ সূচক পয়েন্ট ৫.৪৭ কমে ১০৫০.৬২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ৩১৪ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৪ টির, কমেছে ২০৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ার।
লেনদেনের শীর্ষে থাকা প্রধান ১০টি কোম্পানি হলো: লিন্ডে বিডি, ডরিন পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, বিবিএস, এমজেএল বিডি, লঙ্কাবাংলা ফাইন্যান্স, বিএসআরএম লিঃ, সামিট এলায়েন্স পোর্ট, ফারইস্ট নিটিং ও স্কয়ার ফার্মা।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: ডরিন পাওয়ার, এক্সিম ১ম মি. ফা., বাটা সু, বিবিএস, ঢাকা ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, আইসিবি ১ম এনআরবি, ইউসিবিএল, ব্যাংক এশিয়া ও ম্যারিকো ইন্ডা.।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: ড্রাগন সোয়েটার, বেক্সিমকো লিমিটেড, তাল্লু স্পিনিং, বে-লিজিং, ৭ম আইসিবি, কে অ্যান্ড কিউ, বঙ্গজ লিমিটেড, প্রাইম লাইফ, সামিট এলায়েন্স পোর্ট ও ইউনাইটেড ইন্সু.।
(ঢাকাটাইমস/১৫মে/জেবি)