৪০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনসিসি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ মে, ২০১৬ ১১:৩৭:৩৮
ঢাকা: ব্যাসেল থ্রির শর্তমতে ব্যাংকের টায়ার-২ মূলধন বাড়াতে ৪০০ কোটি টাকার নন কনভার্টিবল সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে এনসিসি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ। সম্পূর্ণ অবসায়নযোগ্য এ বন্ডের মেয়াদ হবে সাত বছর। বন্ড ইস্যুর জন্য কেন্দ্রীয় ব্যাংক ও পুঁজিবাজার নিয়ন্ত্রকদের অনুমোদন প্রয়োজন হবে ব্যাংকটির।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৫ হিসাব বছরের জন্য ১২ দশমিক ৭৫ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদ। বছর শেষে ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়ায় ১ টাকা ৫৭ পয়সা। শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৭ টাকা ৭৬ পয়সা। লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডা অনুমোদনে আগামী ২০ জুন বেলা ১১টায় রাজধানীর অফিসার্স ক্লাবে এজিএম আয়োজন করবে এনসিসি ব্যাংক। রেকর্ড ডেট ছিল গত ২৫ এপ্রিল।
২০১৪ সালে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল ব্যাংকটি। বোনাস শেয়ার সমন্বয় শেষে সে বছরের ইপিএস দাঁড়ায় ১ টাকা ৬৯ পয়সা।
(ঢাকাটাইমস/১৫মে/জেবি)