লংকাবাংলার ইপিএস ৫০ পয়সা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৩ মে, ২০১৬ ১৮:০৭:০৩
ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি, ১৬- মার্চ, ১৬) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
এতে দেখা গেছে, এ সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৫০ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ১২ পয়সা।
কোম্পানি সূত্রে জানা গেছে, আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি কনসলিডিটেড বা সমন্বিত আয় হয়েছে ৩৩ পয়সা। এর আগের বছরের একই সময়ে এটি এক টাকা ১৫ পয়সা লোকসানে ছিল।
প্রথম প্রান্তিক শেষে কোম্পানির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮ টাকা ৯৩ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ১৯ টাকা ৭৩ পয়সা।
(ঢাকাটাইমস/১৩মে/জেবি)