logo ২০ এপ্রিল ২০২৫
ডিএসইতে ২৮৮ কোটি টাকার লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ মে, ২০১৬ ১৫:৫২:১৫
image




ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার মোট লেনদেনের পরিমাণ ২৮৮ কোটি ৬৪ লক্ষ ১৬ হাজার ৯৫৬ টাকা। যা আগের দিনের চেয়ে ৩০ কোটি ৬৩ লক্ষ টাকা বেশি। এ দিন মোট ৩১৫ টি কো¤পানির ৯ কোটি ৮৭ লক্ষ ৩ হাজার ৫১৪ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।



ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ১৩.১৭ পয়েন্ট বেড়ে ৪২৮৮.৬৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৬.৪৩ পয়েন্ট বেড়ে ১৬৬৬.৪৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক (উঝঊঝ) পয়েন্ট ২.৬০ বেড়ে ১০৫৩.২২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত ৩১৫ টি কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১৬৭ টির, কমেছে ৯৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩ টি কোম্পানির শেয়ার।



লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো- বিবিএস, ইউনাইটেড পাওয়ার, ডরিন পাওয়ার, লিন্ডে বিডি, বিএসআরএম লি., স্কয়ার ফার্মা, আইটিসি, ব্র্যাক ব্যাংক, সামিট এলায়েন্স পোর্ট ও অলিম্পিক ইন্ডা.।



দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো- ড্রাগন সোয়েটার, ইউনাইটেড পাওয়ার, প্রাইম টেক্স, আইটিসি, ইসলামি ব্যাংক, যমুনা ব্যাংক, ন্যাশনাল পলিমার, ফু-ওয়াং সিরামিকস, ইস্টার্ন ইন্সু. ও জেমীনি সী ফুড।



অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো- বিডি ফাইন্যান্স, এক্সিম ব্যাংক, ইসলামিক ফাইন্যান্স, সিটি জেনারেল ইন্সু., তসরীফা ইন্ডা., তাল্লু স্পিনিং, স্ট্যান্ডার্ড ইন্সু., পিপলস ইন্সু., মেঘনা পিইটি ও কে অ্যান্ড কিউ।



আজ ডিএসই’র বাজার মূলধন :- ৩০৪৮৫০০৪৭৫৪৩৩.০০