কমেছে সূচক, বেড়েছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ মে, ২০১৬ ১৭:১০:৩০

ঢাকা: সূচকের উত্থানের একদিনের মধ্যে আবার পতন হয়েছে দেশের পুঁজিবাজারে। সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতন হয়েছে। তবে দুই বাজারেই বেড়েছে লেনদেনের পরিমাণ।
ওয়েবসাইট সূত্রে জানা যায়, সোমবার ডিএসইতে ৪৬৩ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় প্রায় ৩৫ কোটি ৭৩ লাখ টাকা বেশি। গতকাল এ বাজারে লেনদেন হয়েছিল ৪২৭ কোটি ৯৬ লাখ টাকা। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির শেয়ার দর।
এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার ৪২৩ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৩৩ পয়েন্টে।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬০৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।
(ঢাকাটাইমস/৩০মে/জেবি)