logo ০৮ জুলাই ২০২৫
বলুনতো ছবিটিতে কয়জন নারী? (ভিডিও)
ঢাকাটাইমস ডেস্ক
১২ জুন, ২০১৬ ২০:৫২:০২
image



ঢাকা: উপরের ছবিটির দিকে খুব ভালো করে লক্ষ্য করুন। অস্বাভাবিক কোনো কিছু দেখতে পাচ্ছেন? আবার ভালো করে তাকান, গভীরভাবে দেখুন। ছবিটিতে কোনো নারীর অস্তিত্ব টের পাচ্ছেন? সম্ভবত তিনজন নারীকে চিহ্নিত করতে পেরেছেন।






অনন্য এক কারণে সম্প্রতি ইন্টারনেটে ছবিটি ঘুরে বেড়াচ্ছে। ইতালিয়ান চিত্রশিল্পী জোহানেস স্টোয়েটারের আঁকা এই ছবিটি আসলে চলমান একটি শিল্পকর্ম। তিনজন নগ্ন নারীর শরীরে ‘বডি পেইন্ট’ করে এই চিত্রকর্মটি বানানো হয়েছে।






স্টোয়েটারের এই চিত্রকর্মটি ইন্টারনেটে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। চিত্রেকর্মটিতে তিনজন নারীকে ব্যবহার করে নেকড়ে তৈরি করা হয়েছে। ৫ জুন ইউটিউবে ভিডিওটি প্রকাশিত হবার পর এখন পর্যন্ত নয় লাখ ৩৭ হাজার দর্শক এটি দেখেছে।






চলুন চমৎকার শিল্পকর্মটির ভিডিওটি দেখি:






:(ঢাকাটাইমস/১২জুন/এসআই/এমআর)