logo ০৮ জুলাই ২০২৫
চেষ্টা করে দেখবেন নাকি?
ঢাকাটাইমস ডেস্ক
১০ জুন, ২০১৬ ১৩:০০:৫৭
image



ঢাকা: উপরের ছবিটা লক্ষ্য করেছেন নিশ্চয়ই। চেষ্টা করে দেখবেন নাকি একবার? হয়তো কেউ কেউ প্রতিবেদনটি পড়ার আগেই চেষ্টা করা শুরু করে দিয়েছেন।






ছবিটা একজন অজ্ঞাত ট্রেন যাত্রীর। নিউইয়র্কের সাবওয়েতে বিশেষ ভঙ্গিতে পা ভাঁজ করে বসে মোবাইল ফোনে ব্যস্ত ছিলেন ওই নারী। এই সময় এক ব্যক্তি তার অদ্ভূতভাবে বসার ছবিটি তোলেন। সোশ্যাল মিডিয়া সাইট ইমগোর-এ ছবিটি ২৯ মে প্রকাশ করা হয়। ছবির ক্যাপশনে লেখা হয়, “এভাবে না বসলে কি আপনি কিছু মনে করবেন? ধন্যবাদ।”






পা মুচড়িয়ে বসার এই ছবিটি এখন ইন্টারনেটে ভাইরাল। ছবিটিতে ওই নারীর শারীরিক নমনীয়তা দেখে সবাই অবাক! মূল পোস্টটি এখন পর্যন্ত আট লাখ মানুষ দেখেছে।






ছবিটি ইন্টারনেটে ব্যাপক ছড়িয়ে যাওয়ার পর অনেকেই এমন ভঙ্গিতে সবার চেষ্টা করেছেন এবং সেই ছবি টুইটারেও প্রকাশ করেছেন। 






(ঢাকাটাইমস/১০জুন/এসআই/এমআর)