‘জীবনের প্রতিটি স্তরেই আপনি নতুন একজন মানুষ’
ঢাকাটাইমস ডেস্ক
১০ জুন, ২০১৬ ১১:৪১:১৮

ঢাকা: অস্কার জয়ী ব্রিটিশ অভিনেত্রী হেলেন মিরেন। ১৯৬৭ সালে চলচ্চিত্র জগতে পা রাখেন। ২০০৭ সালে সেরা অভিনেত্রী হিসেবে অস্কার জিতেন। যদিও এর আগে অস্কারের জন্য দুই বার মনোনয়ন পেয়েছিলেন। ইতিমধ্যেই লাস্যময়ী এই অভিনেত্রী জীবনের ৬৯টি বসন্ত পার করে ফেলেছেন। তবে এতে বিন্দুমাত্র আফসোস নেই এক সময়ের হলিউড কাঁপানো এই অভিনেত্রীর। কারণ তিনি জীবনের প্রতিটি ধাপকে নানাভাবে উপভোগ করেছেন। বার্ধ্যক্যের এই সময়টাকেও তিনি দারুণ উপভোগ করছেন।
হেলেন মিরেন বলেন, “আমার কাছে বয়স হওয়ার সবচেয়ে ভালো দিক হচ্ছে চূড়ান্তভাবে সেক্স সিম্বলের তকমা থেকে মুক্তি পাওয়া।”
জীবনের প্রতিটি অধ্যায়কে ‘ভিন্ন উপায়ে’ উপভোগ করেছেন বলে একান্ত সাক্ষাৎকারে টেলিগ্রাফকে জানান তিনি। এই সময় বুড়ো হওয়ার ভালো-মন্দ দিক নিয়েও কথা বলেন মিরেন।
তিনি বলেন, “বয়স বৃদ্ধি পাওয়ার ভালো-মন্দ উভয়ই দিক রয়েছে। বয়সের প্রতিটা স্তরেই আপনি নতুন একজন মানুষে পরিণত হবেন।আমি তরুণ থাকতে ভালোবাসি কিন্তু জীবনের প্রতিটি ধাপই আমি নানা উপায়ে উপভোগ করেছি।”
বিখ্যাত এই অভিনেত্রী তার স্বাস্থ্যের প্রতি বিশেষ কৃতজ্ঞ।
তিনি বলেন, “৭০ বছর বয়সেও আমি সুখী। আশাকরি, ৮০ তে হয়তো অন্য এক আমি হব।নতুন আমি’র জন্য অপেক্ষা করছি। যখন আমি কোনো কিছু করি এটা স্বাস্থ্যের জন্য, সৌন্দর্যের জন্য নয়।”
(ঢাকাটাইমস/১০জুন/এসআই/এআর/ঘ.)