logo ০৮ জুলাই ২০২৫
ঘর সাজানোর সহজ উপায়
ঢাকাটাইমস ডেস্ক
০৯ জুন, ২০১৬ ২২:১০:২৯
image



ঢাকা: ভাড়া বাড়িকে নিজের মনের মতো সাজাতে স্বাধীনতা খানিকটা কম পড়ে বটে, তবে বুদ্ধি করে সাজালে ভাড়া বাড়িকেও নিজের বাড়ির মতোই সাজাতে পারবেন৷ বেশি খরচ না করে আপনার ভাড়া বাড়ি বা ভাড়া ফ্ল্যাটকে রাঙিয়ে নেয়ার চমৎকার সব উপায় রয়েছে৷ চলুন জেনে নেয়া যাক কিছু উপায়।






-বাড়িতে রঙিন আসবাবপত্র রাখুন৷ পুরনো আসবাবপত্রকে রঙ করে নিতে পারেন৷ রঙিন আসবাব থাকলে ঘর অনেক উজ্জ্বল দেখাবে৷ সাইড টেবিল, চেয়ার ইত্যাদি আসবাবপত্র রঙিন হলে তো ভালোই লাগবে৷ শুধু রঙিন আসবাব নয়, ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্র রঙিন হতে পারে৷ যেমন একটা রঙিন ফুলদানি, টেবিল ল্যাম্প, অথবা রঙিন কুশন কভার নিমেষেই ঘরের ভোল পালটে দেবে সন্দেহ নেই৷






-ওয়াল পেপার ব্যবহার করা যেতে পারে৷ ঘরের একটা দিকে এই ধরনের ওয়াল পেপার ব্যবহার করতে পারেন৷ তবে লম্বা কাগজে নিজেও নানা ধরনের কাগজ জুড়ে ওয়াল পেপার বানিয়ে নিতে পারেন৷ ধরুন দেয়ালে একটা বড় অংশ জুড়ে রঙিন আর্ট পেপার সেঁটে, তার উপর পারিবারিক অ্যালবামের একটা কোলাজ তৈরি করা যেতে পারে| দেয়াল সাজানোর জন্য রঙিন পোস্টার বা বা পেইন্টিংও ভালো লাগবে| পোস্টারও নিজে বানিয়ে নেয়া যায়|






-একটা সাদামাঠা ঘরে নিমেষে প্রাণ ফিরিয়ে দেবে গাছের টব| বিভিন্ন ধরনের ইনডোর প্লান্টস দিয়ে ঘর সাজান| জায়গা না থাকলে হ্যাঙ্গিং হোল্ডারে ইনডোর প্ল্যান্টস রেখে দেয়ালে ঝুলিয়ে দিতে পারেন৷ তাছাড়া জানলা বা এক চিলতে বারান্দাতেও ইনডোর প্ল্যান্টস বাড়তি সৌন্দর্য তৈরি করবে৷






-বাড়ি সব সময় গুছিয়ে রাখার চেষ্টা করুন৷ অগোছালো থাকলে মোটেই ভালো লাগবে না৷ আর সেই কারণে বাড়ির স্টোরেজ সিস্টেম ভালো হওয়া দরকার৷ জুট ব্যাগ, বড়ো পিচবোর্ডের বাক্স ইত্যাদি যেখানে সেখানে ফেলে না রেখে, সেগুলোতেই সুন্দর করে জিনিষপত্র ভরে রাখতে পারেন৷ দরকার হলে এগুলোকে একটা সুন্দরভাবে সাজিয়ে নিন৷ দেখতে ভালো লাগবে, জিনিসপত্র গোছানোও থাকবে| এছাড়া ফেলে দেয়া নানা জিনিসকেও মেকওভার দিয়ে বাড়ি সাজানো যেতে পারে৷






-বিছানার জন্য ভালো চাদর কিনুন৷ সাধারণ চাদরের বদলে ভালো কাপড়ের অথবা এমব্রডায়িংয়ের কাজ করা বিছানা চাদর ব্যবহার করা যেতে পারে৷ বিভিন্ন সাইজের বালিশ কিনুন৷ একটু বিচিত্র ধরনের পিলো কভার ব্যবহার করতে পারেন৷ নানা ধরনে বালিশ পর পর বিছানায় সাজিয়ে একটা নান্দনিক সৌন্দর্য তৈরি করা যেতে পারে৷






-বিভিন্ন উৎসবের সময় অনেকেই রঙিন আলো কিনে থাকেন৷ উৎসব ফুরিয়ে গেলেও সেগুলো আপনার হোম ডেকর হিসেবে কাজে লাগান৷ বড় কোনো কাচের বোতলে জড়িয়ে দিয়ে টেবিল ল্যাম্প বানিয়ে নেয়া যায়৷ আবার সুন্দরভাবে দেয়ালেও টাঙিয়ে দেয়া যেতে পারে৷






-রান্না ঘরেও একটু নজর ফেরান৷ আকর্ষণীয় কার্টলারি বা ক্রোকারি আপনার রান্নাঘরকেও চমৎকার লুক দিতে পারে৷






(ঢাকাটাইমস/৯জুন/এসআই)