logo ২১ এপ্রিল ২০২৫
সাত উন্নয়ন প্রকল্পে দেড় হাজার কোটি টাকা বরাদ্দ
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমন
০২ আগস্ট, ২০১৬ ১৪:০১:২০
image



ঢাকা: রাজধানীতে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়নসহ সাতটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্পের ব্যয় ধরা হয়েছে এক হাজার ৪৮৮ কোটি ১৪ লাখ টাকা।






মঙ্গলবার রাজধানীর শেরে-বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়।






বৈঠক শেষে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এ তথ্য জানান।  প্রতিমন্ত্রী বলেন, সাতটি প্রকল্পে সরকারি তহবিল থেকে ১ হাজার ৪৩০ কোটি ৭৭ লাখ টাকা এবং প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ৫৭ কোটি ৩৭ লাখ টাকা খরচ করা হবে।






প্রকল্প গুলো হচ্ছে- ঢাকা মহানগরীতে ১৭টি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ। এরমধ্যে ১১টি মাধ্যমিক এবং ৬টি মহাবিদ্যালয় (সরকারি) রয়েছে। এই প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ২৯৩ কোটি ৫ লাখ টাকা। এর পুরোটাই সরকারি তহবিল থেকে ব্যয় হবে। শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন  করবে। প্রকল্পটি ২০১০ সালে শুরু হয়েছে। শেষ হবে ২০১৮ সালের জুনে।






রাজধানী ঢাকার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের শিক্ষার সুযোগ সুবিধা বাড়ানোর জন্য এ প্রকল্পটি নেওয়া হয়েছে। ১৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪টি প্রতিষ্ঠানের নির্মাণ কাজ চারতলা পর্যন্ত শেষ হয়েছে। এগুলোতে শিক্ষা কার্যক্রম সূচি শুরু হয়েছে।






এছাড়া হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৫৬ কোটি ৮৪ লাখ টাকা। এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১২০ কোটি ৫ লাখ টাকা।






মুন্সিগঞ্জ, ফরিদপুর, চাঁদপুর, সিরাজগঞ্জ ও বাগেরহাট জেলায় পাঁচটি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি স্থাপন প্রকল্পে ব্যয় হবে ২৪৪ কোটি ১৮ লাখ টাকা।






নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের রাস্তা, ড্রেন নির্মাণ ও পুন:নির্মাণ এবং বৃক্ষরোপন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৯১ কোটি ২৪ লাখ টাকা। নারী কারারক্ষীদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৯৩ কোটি ৯৭ লাখ টাকা।






জামালপুর ও শেরপুর জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৩৮৮ কোটি ৮১ লাখ টাকা।






(ঢাকাটাইমস/২ আগস্ট/এইচআর/জেডএ)