আড়াই লাখ টাকা ঋণ নিতে পারবেন কৃষকরা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩১ জুলাই, ২০১৬ ১৪:৫২:৫৮
ঢাকা: চলতি অর্থবছরে একজন কৃষক স্বল্প মেয়াদে সর্বোচ্চ আড়াই লাখ টাকা করে ঋণ পাবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। শষ্য ও ফসল চাষের জন্য ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) প্রতিবেদন ছাড়াই এই ঋণ দেয়া হবে।
রবিবার সকালে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত চলতি অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ঘোষণাকালে গভর্নর এ তথ্য জানান। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও দেশের বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন৷
গভর্নর বলেন, এজেন্ট ব্যাংকের মাধ্যমেও কৃষি ঋণ বিতরণ করতে পারবে বাণিজ্যিক ব্যাংকগুলো। এক্ষেত্রে গ্রাহকের কাছ থেকে নির্ধারিত সুদের অতিরিক্ত সর্বোচ্চ শূন্য দশমিক ৫০ শতাংশ সার্ভিস ফি নেয়া যাবে।
ফজরে কবির জানান, ২০১৬-১৭ অর্থবছরের জন্য ঘোষিত কৃষি ও পল্লী ঋণ নীতিমালায়, প্রত্যেক ব্যাংককে তাদের লক্ষ্যমাত্রার ন্যূনতম ৩০ শতাংশ কৃষি ঋণ বিতরণ বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া আম লিচুর পাশাপাশি পেয়ারা উৎপাদনেও সারা বছর ঋণ বিতরণ করা যাবে।
(ঢাকাটাইমস/৩১জুলাই/জেবি)