ব্যবসায়ীদের বাণিজ্যমন্ত্রী
কয়েক দিনের মধ্যেই জঙ্গি তৎপরতা বন্ধ হবে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৮ জুলাই, ২০১৬ ১৫:৪৪:২৩

ঢাকা: কয়েক দিনের মধ্যেই দেশে জঙ্গি তৎপরতা বন্ধ হবে বলে ব্যবসায়ীদের আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বৃহস্পতিবার সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে আধুনিকায়ন করতে সরকার সব ধরনের উদ্যোগ নিয়েছে। একাত্তরের মতো সারা জাতি আজ জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। শান্তিপ্রিয় মানুষের দেশ বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক অবস্থা বিরাজ করছে।
তোফায়েল আহমেদ বলেন, ব্যবসা-বাণিজ্য ও দেশের অর্থনীতিকে পিছিয়ে দিতেই দেশের বিভিন্ন স্থানে হামলা করা হচ্ছে। তিনি বলেন, ইতালি বাংলাদেশের ষষ্ঠতম তৈরি পোশাক ক্রেতা দেশ। সে দেশের ক্রেতারা যেন বাংলাদেশে না আসে সেজন্য গুলশানের রেস্তোরাঁয় জঙ্গিরা ইতালির নাগরিকদের হত্যা করেছে। এছাড়া জাপান আমাদের সবচেয়ে বড় দাতা দেশ। তাদের হত্যা করা হয়েছে, যাতে জাপানের সহায়তা বন্ধ হয় এবং বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), বাংলাদেশের পোশাক উৎপাদন ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ (বিকেএমইএ) ব্যবসায়ী সংগঠনগুলোর নেতারা।
(ঢাকাটাইমস/২৮জুলাই/এইচআর/এমআর)