logo ২১ এপ্রিল ২০২৫
মূল্যস্ফীতি ৫.৮ ভাগ ধরে মুদ্রানীতি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ জুলাই, ২০১৬ ১২:০১:৫৯
image



ঢাকামূল্যস্ফীতি ৫.৮ শতাংশ এবং প্রবৃদ্ধি ৭.২ শতাংশ ধরে মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীর আজ বেলা ১১টার পর এটি ঘোষণা করেণ।গভর্নর হওয়ার পর এই প্রথম তিনি ২০১৬-১৭ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতি ঘোষণা করলেন।ঘোষিত মুদ্রানীতিতে সরকারি ঝৃণ ১৫.৯ শতাংশ, বেসরকারি ঝৃণ শতাংশ ১৬.৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।






গভর্নর বলেন, গত অর্থবছরের প্রথমার্ধে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি কম হয়েছিল। চলতি অর্থবছরের প্রথমার্ধে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে। বেসরকারি খাতে অভ্যন্তরীণ ঋণের প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে সাড়ে ১৬ শতাংশ। সরকারি খাতে এ প্রবৃদ্ধি ধরা হয়েছে ১৫ দশমিক ৯ শতাংশ।






তিনি বলেন, ব্যাংকগুলোর খেলাপি ঋণের মাত্রা আমাদের প্রতিবেশী ও তুলনীয় দেশগুলোর চেয়ে বেশি থাকায় ব্যাংক ঋণের সুদ হারহ্রাস মন্থর রয়েছে। ঋণের সুদহার কমানোর জন্য ব্যবসায়ী মহল দাবি করে থাকেন উল্লেখ করে গভর্নর বলেন, ঋণ বাজারে ঝুঁকি ব্যবস্থাপনা এবং ঋণ পরিশোধে শৃঙ্খলা প্রতিষ্ঠা করে খেলাপি ঋণ উল্লেখযোগ্য মাত্রায় হ্রাস করেই কেবল ঋণের সুদ হার কার্যকরভাবে কমানো যায়। এ বিষয়ে সক্রিয় হতে তিনি ব্যাংক ও ব্যবসায়ীদের আহ্বান জানান।






গভর্নর আরও বলেন, সরকারি ও বেসরকারি উভয় খাতের উৎপাদনমুখী প্রকল্পের জন্য অভ্যন্তরীণ ঋণের পাশাপাশি সাশ্রয়ী সুদে বৈদেশিক অর্থায়নের সুযোগ আগের মতো উন্মুক্ত থাকবে।









বাংলাদেশ ব্যাংক প্রতি বছর দুবার মুদ্রানীতি ঘোষণা করে থাকে। একটি অর্থবছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ জুলাইয়ে ও অন্যটি ঘোষণা করা হয় জানুয়ারিতে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের মধ্যে ভারসাম্য রাখতে কেন্দ্রীয় ব্যাংক প্রতি ছয় মাসের আগাম মুদ্রানীতি ঘোষণা করে। সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রাকে অগ্রাধিকার দিয়ে মুদ্রানীতিতে ঋণ ও মুদ্রার জোগান বাড়ানো বা কমানোর লক্ষ্য স্থির করা হয়।






(ঢাকাটাইমস/২৬জুলাই/এআর/ ঘ.)