নতুন গভর্নরের প্রথম মুদ্রানীতি ঘোষণা আজ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ জুলাই, ২০১৬ ০০:১৭:১২

ঢাকা: ২০১৬-১৭ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতি ঘোষণা করা হবে আজ মঙ্গলবার। বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম সম্মেলন কক্ষে গভর্নর ফজলে কবির এ মুদ্রানীতি ঘোষণা করবেন। গভর্নরের দায়িত্ব নেয়ার পর এটিই তার প্রথম মুদ্রানীতি।
জানা গেছে, নতুন মুদ্রানীতির ধরন হবে ‘প্রবৃদ্ধি সহায়ক ও বিনিয়োগবান্ধব’। জাতীয় বাজেটের সঙ্গে সামঞ্জস্য রেখে জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ২ শতাংশ ও মূল্যস্ফীতি ৫ দশমিক ৮ শতাংশের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা থাকবে মুদ্রানীতিতে। এছাড়া বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি বাড়িয়ে ১৭ শতাংশের বেশি প্রাক্কলন করা হতে পারে।
রিজার্ভ চুরির ঘটনায় ড. আতিউর রহমান পদত্যাগের পর গত ২০ মার্চ গভর্নরের দায়িত্ব নেন ফজলে কবির। মুদ্রানীতি ঘোষণা উপলক্ষে তিনি সাংবাদিকদের সঙ্গেও কথা বলবেন। রিজার্ভ চুরিসহ কেন্দ্রীয় ব্যাংকের পরিবর্তিত নানা পরিস্থিতির কথা উঠে আসতে পারে নতুন গভর্নরের সংবাদ সম্মেলনে।
বাংলাদেশ ব্যাংক প্রতি বছর দুবার মুদ্রানীতি ঘোষণা করে থাকে। একটি অর্থবছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ জুলাইয়ে ও অন্যটি ঘোষণা করা হয় জানুয়ারিতে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের মধ্যে ভারসাম্য রাখতে কেন্দ্রীয় ব্যাংক প্রতি ছয় মাসের আগাম মুদ্রানীতি ঘোষণা করে। সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রাকে অগ্রাধিকার দিয়ে মুদ্রানীতিতে ঋণ ও মুদ্রার জোগান বাড়ানো বা কমানোর লক্ষ্য স্থির করা হয়।
(ঢাকাটাইমস/২৬জুলাই/জেবি)