ঢাকা: ইউনিয়ন ব্যাংক শারিয়া সুপারভাইজরি কমিটি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩টায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এ সভা হয়।
কমিটির সদস্য সচিব মো. মুখলেছুর রহমানের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর আবু রেজা মো. নেজামুদ্দীন নদভী এমপি।
কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলোজির শিক্ষক শামছুল হক সিদ্দীক, বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহিব্বুল্লাহ বাকী নদভী, চট্টগ্রাম বাইতুশ শরফ আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল হাই নদভী, ব্যংকের অন্যতম পরিচালক মুরতাজা সিদ্দীক চৌধুরী, আরিফ আহমাদ।
অন্যান্যদের মধ্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া, উপদেষ্টা এস.এম আমিনুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবিএম মোকাম্মেল হক চৌধুরী, বোর্ড সেক্রেটারি আব্দুল হান্নান খান, এফএডির প্রধান রুহুল আমীন সভায় উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/২৮ জুলাই/এলএ)