logo ২১ এপ্রিল ২০২৫
অবৈধ এমএলএম কোম্পানি বন্ধের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৭ জুলাই, ২০১৬ ১৫:৩৮:৫০
image



ঢাকা: যেসব মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানির (এমএলএম) অনুমোদন নেই সেগুলো বন্ধ করতে জেলা প্রশাসকদের প্রতি নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ। যেসব এমএল কোম্পানির অনুমোদন আছে তাদের কার্যক্রমও সীমিত করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী।






আজ বুধবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলনে বাণিজ্য মন্ত্রণালয়ের কার্যঅধিবেশন শেষে সাংবাদিকদের মন্ত্রী এ কথা জানান।






বাণিজ্যমন্ত্রী জানান, ডেসটিনি ও যুবকের বিচার চলছে। অন্য যেসব কোম্পানি প্রতারণার সঙ্গে জড়িত তাদেরও বিচার হবে।






তোফায়েল আহমেদ জানান, ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই। ব্যবসায়ী হাসান খালেদের মৃত্যুর বিষয়টি বিচ্ছিন্ন ঘটনা। তিনি কী কারণে খুন হলেন সেটা সরকার তদন্ত করে দেখবে।






মন্ত্রী জানান, জঙ্গিবাদ প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসকদের তাগিদ দিয়েছেন তিনি।






(ঢাকাটাইমস/২৭জুলাই/এইচআর/জেবি)