logo ২১ এপ্রিল ২০২৫
বন্যার প্রভাব: সবজির দাম দ্বিগুণ
মোসাদ্দেক বশির, ঢাকাটাইমস
২৯ জুলাই, ২০১৬ ১৫:৪৩:০৬
image



ঢাকা: দেশের কয়েকটি জেলায় বৃষ্টি ও বন্যার নেতিবাচক প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজারে। স্বাভাবিকের চেয়ে প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে সবজি। তবে মাছ-মাংসের দাম স্থিতিশীল আছে।






আজ শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, শান্তিনগর ও মোহাম্মদপুর টাউন হল বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।






কারওয়ানবাজারের ব্যবসায়ী আরব আলী ঢাকাটাইমসকে বলেন, দেশের বিভিন্ন জায়গায় বন্যার কারণে ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় সবজির দাম বেড়েছে। এছাড়া ফেরি চলাচলে বিঘ্ন ঘটায় পদ্মার ওপার থেকে সবজি রাজধানীতে আসছে না। এর প্রভাব পড়েছে কাঁচাবাজারে।






বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ঢেঁড়স বিক্রি হচ্ছে ৪৫ টাকা থেকে ৫০ টাকায়, কচুর লতি ৫০ টাকা, কচুরমুখী ৫০ টাকা, পেঁপে ২৫ থেকে ৩০ টাকা, শসা ৫ থেকে ৬০ টাকা, বরবটি ৬০ টাকা, করলা ৪৫ টাকা থেকে ৬০ টাকা, চিচিঙ্গা ৫০ থেকে ৫৫ টাকা, শিম ১০০ টাকা থেকে ১২০ টাকা, বেগুন ৫০ থেকে ৬০ টাকা, টমেটো ১০০-১২০ টাকা,  ঝিঙা ৬০ টাকা, আলু ২৫ টাকা, ধুন্দুল ৬০ টাকা, গাজর ৬০ টাকা এবং পটল ৫০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি হালি লেবু ২০ থেকে ৩০ টাকা,  কাঁচকলার হালি ২০ থেকে ৩০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। কাচা মরিচের দাম বেড়েছে সবচেয়ে বেশি। প্রতি কেজি কাচামরিচ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৩০  টাকায়।






বাজারে মানভেদে দেশি পেঁয়াজ কেজি প্রতি ৪০ থেকে ৫০ টাকা, ভারতীয় পেঁয়াজ ২০ থেকে ৩০ টাকা, দেশি রসুন ১২০ থেকে ১৪০ টাকা, ভারতীয় রসুন ১৫০ থেকে ১৭০ টাকা, মোটা আদা ৮০ থেকে ৯০ টাকা, চিকুন ১১০ থেকে ১৩০ টাকা বিক্রি হচ্ছে।






মুদি পণ্যের মধ্যে কেজি প্রতি দেশি মসুর ডাল ১৪০ টাকায়, মোটা মসুর ডাল ১১০ টাকা, মুগ ডাল ১১০ টাকা, বুটের ডাল ৫০ টাকায়, মাসকলাই ৯০ টাকা, ছোলা ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে।






ভোজ্যতেলের মধ্যে খোলা সয়াবিন তেল প্রতি লিটার ৭৫  থেকে ৮৫ টাকা। বোতলজাত সয়াবিন প্রতিটি পাঁচ লিটারের বোতল ৪৪৫ টাকা থেকে ৪৫৫ টাকায় বিক্রি হচ্ছে।






বর্ষা মৌসুমেও মাছের বাজারে দামে তেমন হেরফের নেই। প্রতি কেজি টেংরা ৫০০ থেকে ৭০০ টাকা, পাবদা ৬০০ থেকে ৭৫০ টাকা, শিং মাছ ৫৫০ থেকে ৮০০ টাকা, রুই ২৫০ থেকে ৩৮০ টাকা,  পাঙ্গাস ১২০ থেকে ২০০ টাকা, দেশি পুঁটি ৩৫০ থেকে ৪৫০ টাকা, চাষের কৈ ১৮০ থেকে ৩০০ টাকা, চিংড়ি ৫০০ থেকে ১২০০ টাকা, পোয়া মাছ ৬০০ থেকে ৭০০ টাকা, বেলে মাছ ৫০০ থেকে ৭০০ টাকা, মাঝারি তেলাপিয়া ১৫০ থেকে ২৮০ টাকা,  দেশি মাগুর ৬০০ থেকে ৯০০ টাকা। আকারভেদে ইলিশ প্রতি জোড়া ১১০০ থেকে ২৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।






বন্যার প্রভাব কাঁচাবাজারে পড়লেও মাংসের বাজারে তেমন কোনো প্রভাব নেই। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৪০ টাকা, লেয়ার মুরগি ২০০ টাকা, গরুর মাংস ৪৪০ টাকা এবং খাসির মাংস ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে।






এছাড়া ফার্মের মুরগির লাল ডিম প্রতি হালি ৩৫ টাকা এবং দেশি মুরগি ও হাসের ডিম ৪০ টাকায় বিক্রি হচ্ছে।






প্রতি কেজি মোটা চাল ৩৩ টাকায়, পারিজা চাল প্রতি কেজি ৪০ টাকা, মান ভেদে মিনিকেট ৪৮ টাকা থেকে ৫৫ টাকা,  আটাশ ৪২ টাকা,  নাজিরশাইল ৪৮ থেকে ৬০ টাকা এবং পোলাও চাল মানভেদে ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।






(ঢাকাটাইমস/২৯জুলাই/এমএবি/জেবি)