logo ১৩ মে ২০২৫
বাংলাদেশ ব্যাংকের বিশেষ সম্মাননা পেল শাহ্জালাল ব্যাংক
ঢাকাটাইমস ডেস্ক
০১ আগস্ট, ২০১৬ ১৮:২৯:১৩
image



ঢাকা: ২০১৪-২০১৫ অর্থবছরের পল্লী ও কৃষিঋণ বিতরণে উল্লেখযোগ্য সাফল্য অর্জনের স্বীকৃতি-স্বরূপ বাংলাদেশ ব্যাংকের বিশেষ সম্মাননা সনদ পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড।






বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস. কে. সুর চৌধুরী  রবিবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ বিশেষ সম্মাননা সনদ প্রদান করেন।






শাহ্জালাল ইসলামী ব্যাংকের পক্ষে হেড অব এসএমই ও এগ্রি ইনভেস্টমেন্ট ডিভিশন আশফাকুল হক এ সম্মাননা সনদ গ্রহণ করেন।






এ সময় বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর শুভংকর সাহা এবং কৃষিঋণ বিভাগের জিএম প্রভাস চন্দ্র মল্লিক উপস্থিত ছিলেন।






(ঢাকাটাইমস/০১আগস্ট/জেবি)