বন্যার্তদের পাশে দাঁড়াতে ব্যাংকগুলোর প্রতি গভর্নরের আহ্বান
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০১ আগস্ট, ২০১৬ ১৫:১৪:৩৬
ঢাকা: দেশের বিভিন্ন স্থানে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। একই সঙ্গে বন্যাপরবর্তী পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সবাইকে প্রস্তুত থাকতে বলেছেন গভর্নর।
আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে ফিন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট-২০১৫ প্রকাশকালে গভর্নর এই আহ্বান জানান।
গভর্নর বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকার কাজ করছে। সরকারের পাশাপাশি ব্যাংকগুলোকে সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে এগিয়ে আসা প্রয়োজন। তাই দলগত সহায়তা ছাড়াও নিজ নিজ ব্যাংকের দায়িত্বে বন্যার্তদের পাশে দাঁড়াতে আহ্বান জানাচ্ছি।’
ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও কৃষি ব্যবস্থাপনা জোরদারে প্রস্তুতি নিতে দেশের ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের প্রতিও আহ্বান জানান গভর্নর।
ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান, এস কে সুর চৌধুরীসহ বিভিন্ন ব্যাংকের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/০১আগস্ট/বিইউ/জেবি)