logo ১১ এপ্রিল ২০২৫
পুঁজিবাজারে পতনে সপ্তাহ শুরু
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ আগস্ট, ২০১৬ ১৮:৪৯:০৯
image



ঢাকা: পুঁজিবাজারে সূচকের পতনে শুরু হয়েছে সপ্তাহ। আজ রবিবার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণও। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক সামান্য বাড়লেও কমেছে লেনদেন।






ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইতে ৪১৮ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় প্রায় ২৪ কোটি ৫৮ লাখ টাকার কম লেনদেন।






আজ লেনদেনে অংশ নেয় ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ১৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির শেয়ার দর।






এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার ৫৬৮ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১২২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৮৯ পয়েন্টে।






অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ২৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।






(ঢাকাটাইমস/০৭আগস্ট/জেবি)