logo ১৮ এপ্রিল ২০২৫
বিএসইসির ৬১ কোটি টাকা সরকারি কোষাগারে জমা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ আগস্ট, ২০১৬ ১৬:২৬:২৮
image



ঢাকা: ২০১৫-১৬ অর্থবছরের প্রাপ্ত বিও অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি’র সরকারি অংশ বাবদ ৬১ কোটি ৩৫ লাখ দুই হাজার ৪০০ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।






বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে এই অর্থের চালান হস্তান্তর করেন বিএসইসি’র চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেন।






১৯ কোটি ২৭ লাখ ৯৩ হাজার ২০০ টাকার; ২২ কোটি ৮১ লাখ ৩১ হাজার টাকার এবং ১৯ কোটি ২৫ লাখ ৭৮ হাজার দুইশত টাকার তিনটি চালানের মাধ্যমে এ অর্থ জমা করা হয়।






এ সময় বিএসইসি’র কমিশনার প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামী, মো. আমজাদ হোসেন, মো. আ. সালাম সিকদার, ড. স্বপন কুমার বালা এবং কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






(ঢাকাটাইমস/০৩আগস্ট/এইচআর/জেবি)