logo ১৯ এপ্রিল ২০২৫
পুঁজিবাজারে মিশ্র প্রবণতা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ জুলাই, ২০১৬ ১৬:৫৯:২০
image



ঢাকা: সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার পুঁজিবাজারে মিশ্র প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য পতন হলেও বেড়েছে লেনদেন। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও কমেছে লেনদেন।






ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইতে ৪০৭ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় প্রায় ৬২ কোটি ৭৩ লাখ টাকার বেশি লেনদেন। আগের দিন ডিএসইতে ৩৪৫ কোটি তিন লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।






বৃহস্পতিবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টির শেয়ার দর।






এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক দশমিক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫৫৩ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১১৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৭৯ পয়েন্টে।






অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ২৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।






(ঢাকাটাইমস/২১জুলাই/জেবি)