logo ১৯ এপ্রিল ২০২৫
দুই বাজারেই সূচকের পতন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ জুলাই, ২০১৬ ১৬:৪৬:১২
image



ঢাকা: উত্থানের একদিনের মাথায় আবারও পতনের ধারায় দেশের পুঁজিবাজার। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) উভয় বাজারে সূচকের পতন হয়েছে। ডিএসইতি লেনদেন সূচকের পাশাপাশি কমেছে লেনদেনও। তবে সিএসইতে সূচক কমলেও বেড়েছে লেনদেন।






ওয়েবসাইট সূত্রে জানা যায়, মঙ্গলবার ডিএসইতে ৩৯৯ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় প্রায় ৯৬ কোটি ৭০ লাখ টাকার বা ১৮ শতাংশ কম লেনদেন। আগের দিন ডিএসইতে ৪৯৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।






মঙ্গলবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ২০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির শেয়ার দর।






এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫৫৬ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১১৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৮১ পয়েন্টে।






অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ৩১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৯৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।






(ঢাকাটাইমস/১৯জুলাই/জেবি)